• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রারের উপর হামলা: একজন গ্রেপ্তার রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন ইসলামপুরে কৃষকরা পেল উন্নত মানের বীজ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ভুটানের রাজা চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়

উল্লাপাড়ায় নারীসহ জামাত শিবিরের ৮ সদস্য গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ মে ২০২১  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ এক গোপন বৈঠক থেকে জামাত শিবিরের  আট সদস্যকে গ্রেফতার করেছে। 

 

পৌর এলাকার ঝিকিড়া মহল্লার একটি বাসভবন থেকে সোমবার সন্ধ্যায় এদেরকে গ্রেফতার করে । এদের মধ্যে স্বামী-স্ত্রী  রয়েছে।

 

      উল্লাপাড়া থানা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা জামাতের প্রতিটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের লক্ষ্যে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লা এলিজা খাতুনের বাসায় গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। 

 

গ্রেফতারকৃত হলো- ঝিকিড়া মহল্লার আবুল হোসেনের ছেলে জামাত নেতা সাইফুল ইসলাম (৪৫), উল্লাপাড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), রামকান্তপুরের আঃ গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল (৪৬), কয়ড়া কৃষ্টপুরের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী (৪২), পুস্তিগাছার আবু তাহেরর ছেলে আফছার আলী (৪৭),শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের রইচউদ্দিনের ছেলে রিয়াজউদ্দিন(৩৭) ও ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের স্ত্রী এলিজা পারভীন (৩০)। 

 

 মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান , সোমবার সন্ধ্যায় ঝিকিড়া মহল্লার এলিজা পারভীনের নিজ বাসভবনে গোপন বৈঠকে জমায়েত হয়েছিল। গ্রেফতারকৃতরা জামাত শিবিরের বিভিন্ন পদে রয়েছে। এদের নিকট থেকে বেশ কিছু সংখ্যক জিহাদী বই পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর