• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে উপনির্বাচনী সহিংসতায় আহত-৭

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

জামালপুরের ইসলামপুরে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের উপর হামলায় ৭জন আহত হয়েছে। ২৭ মার্চ রাত সাড়ে নয়টায় যমুনার নদীপাড়ের দুর্গম এলাকায় চরমুন্নিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

 

খবরে প্রকাশ, চরমুন্নিয়া গ্রামের মৃত ফরমান প্রমানিকের ছেলে রফিকুল প্রামানিক মরিচ পাহারা দিতে যায়। প্রতিবেশি নজর প্রমানিকের ছেলে সুরুজ প্রমানিক সুরুজের লোকজন রফিকুল প্রামানিকের উপর হামলা চালায়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। 

 

এতে নারী-শিশুসহ ৭ জন আহত হন। আহত রফিকুল প্রমানিক (৩৮), শরীফ (৪), নতিবুল শহিদুল (৪০), মোস্তাফিজুর (৩৮), শাহীনা বেগম (৪০), ফিরোজ (২২)কে ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুল লতিফের ছেলে মোস্তাফিজুর (৩৮) ও শাহীনা বেগম (৪০)কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত রফিকুল প্রমানিক হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সাংবাদিকদের জানান, ২৯ মার্চ ইউপির ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য উপ-নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। করোনা ভাইরাসের কারণে নির্বাচন স্থগিত হয়েছে। ওই নির্বাচনে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী শাজাহানের লোক জন আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে।

 

মেম্বার প্রার্থী শাজাহান অভিযোগ অস্বীকারে জানান, তাদের লোকজনই মারধর করে উল্টো অভিযোগ করছে।

 

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর