• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে বন্দুকযুদ্ধে ইউপি সদস্য আলী ডাকাত নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের ইসলামপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রিভলভার, রামদা, কিরিচসহ ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত আলী ডাকাত বেলাগাছা ইউনিয়ন পরিষদের মেম্বার। সে হত্যা, নৌ-ডাকাতি ও মাদকসহ ১১ মামলার পলাতক আসামী। 

 

জানা গেছে, পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় যমুনা নদীর দুর্গম চর প্রজাপতি গ্রাম থেকে পলাতক মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ইসলামপুর সার্কেল এএসপি মোঃ সুমন মিয়া ও ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৩টার দিকে যমুনার নদীর দুর্গম চরে অভিযান চালায়। 

 

এ সময় একটি বিদেশী রিভলভার, রামদা, কিরিচ ও ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে। আলী ডাকাতকে নিয়ে নৌকা যোগে থানায় ফেরার সময় নদীতীরে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। অফিসার ইনচার্জ আবব্দুল্লাহ আর মামুন জানান-ডাকাতির কাছে সহযোগি হিসেবে নুপুর আক্তার নামে একজ মহিলাকে আটক করা হয়েছে।

 

পুলিশের সাথে পাল্টা পাল্টি গুলিতে আলী ডাকাত গুরুতর আহত আলী ডাকাতকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত আলী ডাকাতের অত্যাচারে যমুনার চরাঞ্চল নদীপথে যাতায়াতকারী সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। আলী ডাকাতের নিহতের খবরে যমুনা চরাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে দুপুরে এসপি’র অফিসে সাংবাদিকদের প্রেসব্রিফিং করার কথা জানানো হয়েছে।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর