• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে বন্যার পানি আবারো বৃদ্ধি আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

জামালপুর ইসলামপুরে দ্বিতীয় দফায় আবারো বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। রবিবার বিকেলে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করছে।

 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনায় পানি বেড়ে বিপদসীমায় ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

 

গত তিন দিন ধরে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়ে বিপদসীমায় চলে এসেছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ১ম দফা বন্যার ধকল সামলে উঠতে না উঠতেই আবারও ২য় দফা বন্যা আতঙ্কে রয়েছে বন্যা কবলিত মানুষ।

 

বন্যায় কারণে গো-খাদ্যের চরম অভাব দেখা দিয়েছে। কমে গেছে গৃহপালিত পশু গরু ও ছাগলের দাম। 

 

ইসলামপুর ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান জানান,  বন্যা কবলিত মানুষের খোজ খবরে প্রতি নিয়তই কাজ করছে উপজেলা প্রশাসন। এছাড়াও ত্রান বিতরন এখনো অব্যহত রয়েছে। 

 

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল জানান- যমুনায় আবারো পানি বাড়ছে। বন্যা কবলিত মানুষের জন্য আমাদের ত্রান কার্যক্রম অব্যহত রেখেছি। প্রতি নিয়তই আমি নিজে বিভিন্ন এলাকায় ত্রান বিতরন করছি। দূর্যোগ মোকাবেলায় বন্যা কবলিত মানুষের পাশে আছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর