• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে বালু উত্তোলনে ড্রেজার ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের ইসলামপুরে ব্রক্ষ্মপুত্রে অবৈধ ড্রেজার ধ্বংস ও নদের তীরে উত্তোলন করা বালি জব্দ করেছে প্রশাসন।

 

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষে বৃহস্প্রতিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন ইসলামপুরে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান খান। মোবাইল কোর্টে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর নিচ থেকে বালু উত্তোলনের জন্য স্থাপিত ড্রেজার মেশিন ও বালু পরিবহনের প্রায় ১০০মিটার পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও ব্রক্ষ্মপুত্র নদ হতে উত্তোলন করা নদের তীরে অবৈধ বালু জব্ধ করা হয়। এসময় ইসলামপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

 

এ ব্যাপারে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান খান জানান, জনস্বার্থে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান চলবে’।

 

উল্লেখ্য যে,জামালপুরের ইসলামপুরে সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার সাধে সাথেই প্রতিবারের ন্যায় ইসলামপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত ব্রক্ষ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে ও নদের তীর ভেঙ্গে অবাধে বালু ও  মাটি বিক্রির করছে একটি চক্র।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর