• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

“ইসলামপুরে মাটিতে কোন অপরাধির স্থান হবেনা”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

পুলিশি জনতা,জনতাই পুলিশ এই আলোকে জামালপুরের ইসলামপুর মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,নারী নির্যাতন,ইভটিজিং, এবং বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রীরচর সকাল বাজারে ইসলামপুর থানা এই সভার আয়োজন করে।

 

চর পুটিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি মোঃ সুমন মিয়া। 

 

তিনি বলেন- জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নির্দেশে প্রতি নিয়তই অপরাধ দমনের অভিযান পরিচালিত হচ্ছে। ইসলামপুরের মাটিতে কোন অপরাধীর স্থান হবেনা। অপরাধি যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি,চুর,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্য বিয়ে ইভটিজিং রোধে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।

 

এতে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্র ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, কাজী লুৎফর রহমান, শাহজাহান আলী মোল্লা, চরপুটিমারি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আলীম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর