• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগানা। এই আলোকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তক ঘোষিত জামালপুর ইসলামপুর উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সরকারী ইসলামপুর কলেজ  আয়োজনে কলেজ চত্তরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি থেকে এই কর্মসূচীর উদ্ভোধন করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম,যুগ্ম সম্পাদক ও উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, শ্রম সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া,সহ পৌর ও কলেজ ছাত্রলীগ সভাপতি,সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্র্ষিকী উদযাপন উপলক্ষে পরিবেশ রক্ষায় প্রতিটি উপজেলায় নুন্যতম ১০০টি বৃক্ষের চারা রোপনের ঘোষনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর