• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে মৃত নারীসহ দুইজন করোনা শনাক্ত, ১০০ বাড়ি লকডাউন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস সন্দেহে মৃত এক নারীর ও সিকিউরিটি গার্ড এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ ঘটনায় দুই ইউনিয়নের ১০০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

 

সূত্র জানায়, গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঠান্ডা জ্বর আক্রান্ত করোনা উপসর্গ নিয়ে ১১ এপ্রিল দুপুরে এক গৃহবধু মারা যান। খবর পেয়ে ওইদিনই উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাবে পাঠায়। এছাড়াও পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নারায়ণগঞ্জ ফেরত সিকিউরিটি গার্ড এক যুবক (২৮) নমুনা পাঠানো হয়। মঙ্গলবার তাদের করোনা পজিটিভ এসেছে। ওই নারী তার স্বামীর সাথে ঢাকার তেজগাও এলাকায় বসবাস করতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের জানান, ওই নারী তেজগাও স্বামীর সাথে বসবাস করতো এবং ওই যুবক নারায়ণগঞ্জ গার্ডের চাকরী করেন। তারা এ সপ্তাহে ইসলামপুর এসেছে। তাদের নমুনায় করোনা পজিটিভ এসেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান এ প্রতিনিধিকে বলেন, মৃত ওই নারী ও যুবকের বাড়িসহ  আশপাশের ১০০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে যারা দাফন করিয়েছে তাদেরসহ সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হবে। এ পর্যন্ত উপজেলায় ৪জন সনাক্ত হওয়ায় তিনি সকলকে সচেতনতা অবলম্বন করার অনুরোধ জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর