• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে রাতে ঘরে ঘরে ত্রানসামগ্রী নিয়ে প্রশাসন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা সাধারণ মানুষের  দরজায় ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। শনিবার গভীর রাতে উপজেলা প্রশাসন পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী পৌছে দেন।

 

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পৌর শহরের ২শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, ৫শগ্রাম ডাল ও একটা বল সাবান দেওয়া হয়।

 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাহামুদুল হক,কাউন্সিলর মোহন মিয়া উপস্থিত ছিলেন। 

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন,এই দূর্যোগ মুহুর্তে আমরা অসহায়দের পাশে রয়েছি। যা বরাদ্দ পেয়েছি শহরের বিভিন্ন এলাকার সল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করছি। সহায়তা কার্যক্রম চলমান থাকবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর