• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

তৃতীয় লিঙ্গের ২৬০ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

ময়মনসিংহ নগরীর তৃতীয় লিঙ্গের ২৬০ জন মানুষকে প্রধানমন্ত্রীর দেওয়া 'উপহার' সামগ্রী তুলে দিয়েছে জেলা প্রশাসন। বিভাগীয় কমিশনার কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এক হাজার টাকা মূল্যমানের ওই খাদ্যসহায়তার প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও একটি সেমাইয়ের প্যাকেট দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, করোনাকালে যেসব শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে বা কষ্টে আছে, তাদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যারা মানুষের কাছে হাত পাতে, যাদের অবহেলার চোখে দেখি, তাদেরও ত্রাণের আওতায় আনার লক্ষ্যেই আজকের এই আয়োজন।

তিনি বলেন, আমরা চাই এ পরিস্থিতিতে কেউ যেন অনাহারে ও কষ্টে না থাকে। সে জন্য নরসুন্দর, মুচি, পরিবহনশ্রমিকসহ যারা কষ্টে দিনযাপন করছেন, তাদের পর্যায়ক্রমে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর