• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে সিএফ দের নিয়ে "ম্যান কেয়ার এ্যাপ্রোচ" প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

BIeNGS প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উন্নয়ন সংঘ বাস্তবায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে  জামালপুর জেলা,দেওয়ানগন্জ্ঞ ও ইসলামপুর উপজেলা সিএফ দের নিয়ে তিন দিন "ব্যাপি ম্যান কেয়ার এ্যাপ্রোচ" প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। প্রশিক্ষণটি আজ মঙ্গলবার ইসলামপুর বি,আর,ডি,ভি অফিসে অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, জামালপুর ও শেরপুরের  ( BIeNGS projects) উন্নয়ন সংঘ, কো-অর্ডিনেটর মোঃ হারুন অর রশিদ (হারুন)। তার শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী, কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রামের জনসাধারণ, গর্ভবর্তী নারী, দুগ্ধদানকারী মা, দুই বছরের নিচে শিশু, পাঁচ বছরের নিচে শিশু, ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে উন্নয়ন সংঘ (BIeNGS project ) নির্রলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

ম্যান কেয়ার বিষয়ে সাময়িক ধারণা দেন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ ইসলামপুর এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন, উন্নয়ন সংঘ এন এস বি প্রকল্পের জেন্ডার ডিজাস্টার স্পেশালিষ্ট ইসলামপুরের মোছাঃ মোহনা পারভীন। । আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ এর ইসলামপুরের কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ, পিও রাকিবুল ইসলাম রাকিব,পিও মোছাঃ ফারহানা উর্মি, পিও গাব্রিয়েল পালমা, সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) , সিএফ মোঃ শরিফুল ইসলাম, সিএফ দুলাল হোসেন, সিএফ রোজি পারভীন, সিএফ জিন্নাত রেহেনা, সিএফ সুফিয়া খাতুন,সিএফ মোঃ রাসেল মিয়া,সিএফ লেবু মিয়া,সিএফ জান্নাত আরা,সিএফ নাসিমা বেগম, সিএফ মনিরা খাতুন সহ দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের সকল সিএফ গন। বিভিন্ন আলোচনা, রোল প্লে, উপস্হাপনা, যুক্তিতর্ক এর মধ্য দিয়ে আজকের মত প্রথম দিনের প্রশিক্ষণ শেষ করা হয়। এ প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে ২৮/১১/২০১৯ইং পর্যন্ত চলবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর