• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে সিএফদের নিয়ে "ম্যান কেয়ার এ্যাপ্রোচ" প্রশিক্ষণের ২য় দিন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯  

BIeNGS প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে,  জামালপুরের দেওয়ানগন্জ্ঞ ও ইসলামপুর উপজেলায় চলছে সিএফদের নিয়ে তিন দিন "ব্যাপি ম্যান কেয়ার এ্যাপ্রোচ" প্রশিক্ষণ এর দ্বিতীয় দিন। স্থানঃ ইসলামপুর বি,আর,ডি,ভি অফিস।

 

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, জামালপুর   ( BIeNGS projects) উন্নয়ন সংঘ, এর মনিটরিং অফিসার মোঃ আব্দুল হালিম। তার শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি বলেন, ম্যান কেয়ার এ্যাপ্রোচ, জেন্ডার কি? জেন্ডারের ভমিকা, জেন্ডারের ঝুঁকি, ইত্যাদি সম্পর্কে ধারণা দেন। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ ইসলামপুর এর ইকোনোমিকস ভেল্যু চেইন স্পেশালিষ্ট অফিসার মোঃ মামুন। 

 

আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জের কো-অর্ডিনেটর মোছাঃ শাহনা পারভীন, ইসলামপুরের কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ, পিও রাকিবুল ইসলাম রাকিব,পিও মোছাঃ ফারহানা উর্মি, পিও গাব্রিয়েল পালমা, সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) , সিএফ মোঃ শরিফুল ইসলাম, সিএফ দুলাল হোসেন, সিএফ রোজি পারভীন, সিএফ জিন্নাত রেহেনা, সিএফ সুফিয়া খাতুন,সিএফ মোঃ রাসেল মিয়া,সিএফ লেবু মিয়া,সিএফ জান্নাত আরা,সিএফ নাসিমা বেগম, সিএফ মনিরা খাতুন সহ দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের সকল সিএফ গন। বিভিন্ন আলোচনা, রোল প্লে, উপস্হাপনা, যুক্তিতর্ক এর মধ্য দিয়ে আজকের মত প্রথম দিনের প্রশিক্ষণ শেষ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর