• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে ১২৫০ পরিবার পেল ত্রাণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

জামালপুরের ইসলামপুরে যমুনায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে বন্যা কবলিত ও নদী ভাঙ্গন মানুষদের দুর্ভোগ রয়েছেই।

 

অন্যদিকে, উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ৪ আগস্ট বিকালে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তিনি পোড়াবাড়ী মোড়ে ৭০০ পরিবারের মাঝে এবং টুংরাপাড়া মোড়ে ৫৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে ১ হাজার ২৫০ পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছেন।

 

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর