• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

উল্লাপাড়া বোয়ালিয়া পশুর হাট বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

মহামারী করোনাকালে বিনা অনুমতিতে রোববার উল্লাপাড়ার বোয়ালিয়ায় বসানো পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সেনা সদস্য ও পুলিশের সহযোগিতায় এ হাট বন্ধ করে দিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদুল আযহা’র পরে প্রশাসনের অনুমতি ছাড়া পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে। 

 

বোয়ালিয়া পশুর হাটের ইজারাদার বুদ্ধু মিয়া জানান, তারা নিজেদের উদ্যোগে হাট বসাননি। গরুর ব্যবসায়ীরা প্রচলিত নিয়ম অনুযায়ী রোববারের হাটের দিনে তারা অনেকগুলো গরু হাটে তোলে। এসময় ক্রেতারা সেখানে ভীড় জমায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে হাট বন্ধ করে দেন। 

 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, বিনা অনুমতিতে বোয়ালিয়ায় হাট বসানো হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর