• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম এঁর ম্যুরাল উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

সিরাজগঞ্জের উল্লাপাড়া এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে শনিবার দুপুরে বাংলাদেশের একজন গুণী রাজনীতিবিদ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা উল্লাপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম এঁর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তাঁর সুযোগ্য সন্তান স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম। 

প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, মহান স্বাধীনতা যুদ্ধের অকুতুভয় সৈনিক, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, সুবক্তা, বিশিষ্ট কলামিস্ট, বাংলাদেশের একজন গুণী রাজনীতিবিদ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে এই ম্যুরাল নির্মাণ করা হয়েছে। দুই লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হয়। ম্যুরাল উদ্বোধন শেষে বিশেষ কায়দায় গার্ড অফ অনার দিয়ে অতিথিদের বিদ্যালয় ভুবনে স্বাগত জানায় গালস গাইড শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অতিথিদের সামনে কুচকাওয়াজ প্রদর্শন করেন। প্রধান অতিথি তানভীর ইমামের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ নেতা ফয়সাল কাদের রুমি, অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর