• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

উল্লাপাড়ায় ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর এলাকার শ্রীখোলা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার বিকেলে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদনহীন ঘি ও সরিষার তেল উৎপাদনের দায়ে ৫ অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন। সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ  বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ওই ৫ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাদানকারী ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা এলাকার মৃত আব্দুল আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নূর মোহাম্মদ (৬০), মো. শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর