• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মৃত্যুর মুখ থেকে ফিলে এলেন বিশ্বের দ্বিতীয় এইডস আক্রান্ত রোগী!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

চিকিৎসাবিহিন প্রাণঘাতি এইডস! যে রোগে একবার কেউ আক্রান্ত হলে তার মৃত্যু অবধারিত। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অনেক। তবে সারা বিশ্বে এইডস রোগে আক্রান্ত হয়ে বেঁচে ফিরেছেন মাত্র একজন। তবে বেঁচে ফেরার সেই দলে যোগ হলো আরো একজনের নাম।

বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে লন্ডনের এইডস আক্রান্ত একজন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সেই ব্যক্তির নাম অ্যাডাম ক্যাস্টিজেলো। চিকিৎসা পদ্ধতি শেষ হওয়ার প্রায় আড়াই বছর পরেও তার শরীরে নতুন করে এইচআইভি সংক্রমণের কোনো প্রমাণ মেলেনি। এরপরই তাকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছেন চিকিৎসকরা।

 

অ্যাডাম ক্যাস্টিজেলো নিজের পরিচয় লুকিয়ে না রেখে প্রকাশ্যে এসেছেন। আর সবার সামনে তিনি তার ফিরে আসার গল্প তুলে ধরেছেন।

 

চিকিৎসকরা অবশ্য দাবি করেছেন, কোনো ওষুধ নয়। বরং স্টেম সেল চিকিৎসা পদ্ধতির সাহায্যেই ওই রোগী সুস্থ হয়ে উঠেছেন। কারণ তিনি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। সেই কারণেই এক সুস্থ ব্যক্তির শরীর থেকে স্টেম সেল নিয়ে তার শরীরে প্রতিস্থাপিত করা হয়। আর তা থেকেই ক্যান্সার তো বটেই, অ্যাডামের শরীরে এইচআইভি জীবাণু প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা তৈরি হয়। ফলে এইচআইভি-র চিকিৎসার জন্য অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বন্ধ হওয়ার প্রায় আড়াই বছর পরেও সুস্থ জীবন কাটাচ্ছেন ৪০ বছর বয়সী ওই যুবক।

 

২০১১ সালে টিমোথি ব্রাউন নামে বার্লিনের এক রোগী একই ধরনের চিকিৎসা পদ্ধতির সাহায্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন।

 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্যতম শীর্ষ গবেষক রবীন্দ্র কুমার গুপ্ত বলেন, এর থেকেই প্রমাণিত হয় যে এইচআইভিকে নিশ্চিতভাবে সারিয়ে তোলা সম্ভব।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর