• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে অটোবাইক শ্রমিকদের মহান বিজয় দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

আজ ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখ প্রাণের বিনিময়ে ১৯৭১ সালে আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। 

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় ৪৮তম বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। একই সঙ্গে নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি গোলাম আজম বাবুর নেতৃত্বে সকল শ্রমিকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। 

 

পরে উক্ত সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। র‌্যালি শেষে অস্থায়ী অফিস কার্যালয়ে রৌমারী উপজেলার বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারন সম্পাদকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক রোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহের বাদশা, ক্রীড়া সম্পাদক কদর আলি, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যকরি সদস্য লিটন মিয়া প্রমূখ।  

 

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সময় বিভিন্ন অঙ্গসংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, রৌমারী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজ, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়সহ সকল অঙ্গ সংগঠন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রৌমারী .মহিলা কলেজের প্রভাষক মো. আক্তারুজ্জামান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর