• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

এখন আমরা কৃষিজাত পণ্য রফতানি করতে চাই: কৃষিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী তার দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এখন আমরা কৃষিজাত পণ্য রফতানি করতে চাই। 
বৃহস্পতিবার জাপানের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগের সঙ্গে লড়াই করেই আমাদের টিকে থাকতে হয়। তবুও বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য একশ’টি অর্থনৈতিক জোন রয়েছে, যেখানে সব সুযোগ সুবিধা রয়েছে। 


 
জাপান বাংলাদেশের পরম বন্ধু উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে জাপানের অনেক সহায়তা রয়েছে। এছাড়া জাপানিদের প্রতি বাংলাদেশিদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের অনেক শিক্ষার্থী জাপানে উচ্চতর পড়ালেখার জন্য যায়। তাই আমরা দুই দেশের সম্পর্ককে জোরদার করতে চায়। 

এ সময় জাপানি প্রতিনিধির সদস্যরা জানান, তারা বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৮১টি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। এসব হসপাতালে প্রায় ৬শ’ জন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। তারা বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রশিক্ষণ দিতে আগ্রহী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর