• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ওষুধের দোকান ছাড়া সন্ধ্যার পর সব বন্ধ রাখার কঠোর নির্দেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানী ঢাকার কাঁচাবাজার ও সুপারশপসহ সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ওষুধের দোকানসহ জরুরি সার্ভিসগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা যাবে। পাড়া-মহল্লার মুদি দোকানগুলো খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে ২৪ ঘণ্টা ওষুধের দোকান চালু রাখা যাবে।

 

জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা এরইমধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপারশপগুলোকে জানিয়ে দিয়েছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে বন্ধ করার এই সিদ্ধান্ত নেয়া হলো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর