• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

এলপিজি সিলিন্ডার উৎপাদনে ভ্যাট কমলো

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

দেশে উৎপাদিত লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) ১৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে সরকার।

২৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।


দেশীয় সিলিন্ডার নির্মাতারা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট শাখা সূত্রে জানা গেছে, লোহা ও ইস্পাতের এলপিজি সিলিন্ডারের স্থানীয় উৎপাদনে ভ্যাট কমানো হয়েছে।

স্থানীয় উৎপাদকরা কাঁচামাল এবং সিলিন্ডারের বিভিন্ন উপাদান আমদানিতেও ভ্যাট অব্যাহতি পাচ্ছেন।

২০১৬ সালে সরকার লোহা ও ইস্পাতের এলপিজি সিলিন্ডার আমদানিতে ভ্যাট ছাড় দিয়েছে। এই সুবিধাটি ওই বছরের জুনে শেষ হয়েছিল।


দেশে প্রাকৃতিক গ্যাস দ্রুত হ্রাস পাওয়ায় সরকার এলপিজি সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করছে।

বর্তমানে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো সিলিন্ডারের মোট চাহিদার ৩০ থেকে ৩৫ শতাংশ পূরণ করতে পারে। বাকিগুলো আমদানি করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর