• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় হয়েছে: তথ্যমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারো সক্রিয় হয়েছে, তবে নির্বাচনে তাদের কোনো আশা নেই। তারা আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তবে তাতে কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের অর্জন ও জনপ্রিয়তা দেখে বিএনপি নিজেরাই বুঝেছে যে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই ওয়ান ইলেভেনের কুশীলব আর বিএনপি একজোট হয়ে দেশকে অস্থিতিশীল করে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়।

প্রয়াত রাষ্ট্রপতিকে স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, জিল্লুর রহমান একজন সত্যিকারের রাজনীতিবিদ ছি‌লেন। সংকটে কীভাবে স্থির থেকে নেতৃত্ব দিতে হয় তা আমরা জি়ল্লুর রহমানের কাছ থেকে আমরা শিখেছি। দলকে ক্ষমতায় নিতে তার অবদান অসামান্য।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর