• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনা টেস্ট: টাঙ্গাইলে ৩২ জনের ফলাফল নেগেটিভ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

কোভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৩২ জন ব্যক্তির নমুনা পাঠানো হয়েছিলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআরে)।

এদের মধ্যে সদর উপজেলার একজন, নাগরপুর উপজেলার দু’জন, মির্জাপুর উপজেলার দু’জন, বাসাইল উপজেলার একজন, সখিপুর উপজেলার আটজন, কালিহাতী উপজেলার দু’জন, ঘাটাইল উপজেলার দু’জন, মধুপুর উপজেলার পাঁচজন, ধনবাড়ি উপজেলার তিনজন, গোপালপুর উপজেলার চারজন ও ভূঞাপুর উপজেলার দু’জন।
 
এরমধ্যে ৩২ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত টাঙ্গাইলে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো কয়দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জনকে আমরা কোভিড-১৯, করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। সবগুলোই নেগেটিভ এসেছে। আর নমুনা পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর