• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনা বিষয়ে সচেতন করতে গিয়ে শিবগঞ্জে ইমামের হামলার স্বীকার ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দান হাট্টা ইউনিয়নের বাকসন মোস্তোফাপুর গ্রামে গতকাল ৬ এপ্রিল সোমবার বিকালে করোনা বিষয়ে সচেতন করতে গিয়ে শিবগঞ্জে ইমামের হামলার  হামলায় ২ জন গুরুতর আহত সহ কমপক্ষে ৭ জন আহত হয় ।

 

জানা যায়, গত ৩ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদে করোনা ভাইরাস থেকে জনসাধারনকে সচেতন করার জন্য ঐ এলাকার মাসুম নামের এক যুবক মসজিদে বক্তব্য রাখেন, ঠিক ঐ সময় মসজিদের ইমাম মোঃ ইউসুফ ঐ যুবককে কথা বলতে বাঁধা দেয় এবং বলে এসব কথা বলে এ মহামারি ঠেকানো যাবে না এটা আল্লাহর গজব, এটা নিয়ে মসজিদে আলোচনা করা যাবে না।

 

তাৎক্ষনিক ইমামের কথায় প্রতিবাদ করেন একই এলাকার রবিউল ও মাহমুদুল নামক দুই যুবক। নামায শেষ হলে মসজিদ কমিটি ইমামকে ডেকে পাঠালে, ইমাম মোঃ ইউসুফ কোন সাড়া না দিয়ে উল্টো প্রতিবাদ করা দুই যুবক রবিউল ও মাহমুদুলকে হুমকি ধামকি প্রদান করে। 

 

ঐ ঘটনাকে কেন্দ্র করো গতকাল সোমবার বিকালে ইউসুফ ও তার ভাই সহ দলবল নিয়ে রবিউল ও মাহমুদুল এর উপর হামলা করে, এতে তারা দুইজন-ই গুরুতর আহত হয়, হামলার সময় পথচারীরা হামলাকারীদের হাত থেকে ঐ দুই জনকে বাঁচাতে গেলে তারাও হামলার স্বীকার হয়। 

 

জানা গেছে গুরুতর আহত দুইজন একই এলাকার মোঃ সাবু মন্ডলের ছেলে, মোঃ রবিউল ইসলাম (৩২) ও অপর জন মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ মির্জা আবেদ মন্ডলের ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩৮), হামলাকারীদের হাতে, রাম দা, চাপাতি ও লাঠি ছিল। 

 

এক পর্যায়ে হামলাকারীরা আহতদের উপর্যপরি আঘাত করে চলে গেলে, এলাকাবাসী আহতদের শিবগঞ্জ সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার ৫ জনকে ছেড়ে দিলেও গুরুতর আহত হওয়া ২ জন রবিউল ও মাহমুদুলকে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। 

 

 এ ঘটনায় আহতদের পরিবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর