• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনা ভাইরাসকে জয় করলেন দেশের আরো ১৬১ পুলিশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ মে ২০২০  

 দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আরো ১৬১ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২৮০ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

বুধবার সুস্থ হওয়া ১৬১ পুলিশ সদস্য চিকিৎসাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ ১৬১ পুলিশ সদস্যদের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী কোভিড-১৯ পরীক্ষায় দুইবারই করোনা নেগেটিভ হওয়ায় হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়েছে।

 

মো. সাইফুল ইসলাম সানতু বলেন, বরাবরের মতোই হাসপাতাল ত্যাগের সময় ১৬১ করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

প্রসঙ্গত, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর