• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১  

বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

 

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেই প্রথম পাঁচজনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর আরো ৪ জনকে টিকা দেয়া হয়। এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই হাসপাতালেই জাতীয় তালিকা অনুযায়ী অগ্রাধিকার প্রত্যেক শ্রেণির একজন করে বিভিন্ন পেশার আরো পাঁচজনকে টিকা দেয়া হবে। এরপরই টিকার নিবন্ধন করতে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে অ্যাপ ‘সুরক্ষা’। সেখানে টিকা নিতে ইচ্ছুক সরকারি তালিকাভুক্ত শ্রেণির মানুষ নিবন্ধন করতে পারবে।

 

আজ শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা দেয়া হবে। বাকি চার হাসপাতালে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি।

 

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার দেয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড দেশে পৌঁছায়। সোমবার দেশে আসে সরকারের কেনা তিন কোটি ভ্যাকসিনের প্রথম ৫০ লাখ ডোজ। এর মধ্যে ৬০ লাখ দেয়া হবে প্রথম মাসে, দ্বিতীয় মাসে ৫০ লাখ, তৃতীয় মাসে আবার ৬০ লাখ। প্রথম মাসে যারা পাবেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে তৃতীয় মাসে। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ঢাকা থেকে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনের কাছে সব টিকা পৌঁছে দেবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর