• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনা হয়তো কখনোই শেষ হবে না

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মে ২০২০  

বর্তমান সময়ে আতঙ্ক নভেল করোনাভাইরাস হয়তো কখনোই এ পৃথিবী থেকে চিরতরে নির্মূল হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্যাপক সংক্রমণের পর মানুষের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে এটি এইচআইভি/এইডস ভাইরাসের মতো স্থানীয় ভাইরাসের পরিণত হতে পারে।

 

কিছু দেশ যখন ধাপে ধাপে লকডাউন শিথিল করার প্রক্রিয়া শুরু করেছে তখন ডব্লিউএইচও এমন সতর্কবার্তা দিল।

 

গতকাল বুধবার ব্রিফিংয়ে সংস্থাটি বলে, বিশ্বজুড়ে সব মানুষকে এটির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা শিখতে হবে। এ ভাইরাসজনিত রোগটি কত দিন পর্যন্ত বিস্তার লাভ করবে, এ নিয়ে অনুমানভিত্তিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এটি ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাতে হবে। 

 

ডব্লিউএইচওর জরুরি কাযক্রম বিষয়ক পরিচালক মাইকেল রায়ান অনলাইন ব্রিফিংয়ে আরো বলেন, এটি গুরুত্বপূর্ণ নথির মতো টেবিলে রাখা এ জন্য গুরুত্বপূর্ণ যে, ভাইরাসটি আমাদের সমাজে আরেকটি স্থানীয় ভাইরাস হয়ে উঠতে পারে। আমরা বাস্তববাদী বলে মনে করি এ ভাইরাস কখন দূর হবে, তা কেউ বলতে পারবে বলে মনে হয় না। এ নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই এবং থামার কোনো দিনতারিখ নেই। এই রোগটি দীর্ঘ সময়ের সমস্যা হয়ে থেকে যেতে পারে। অবশ্য এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, সারাবিশ্বে ১০০টি সম্ভাব্য ভ্যাকসিনের উন্নয়ন ও ট্রায়াল চলছে। এর মধ্যে কিছুর ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। তবে বিশেষজ্ঞরা বুঝতে পারছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন খুঁজে পাওয়া কষ্টকর। 

 

এখানে রায়ান আরেকটি বিষয় মনে করিয়ে দেন যে, হামের মতো অসুখের ক্ষেত্রে ভ্যাকসিন পাওয়া গেলেও তা কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি।

 

এসময় ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এ মহামারি ঠেকাতে আমাদের সবাইকে যারযার অবস্থান থেকে ভূমিকার রাখতে হবে। অনেক দেশ বিভিন্ন পদক্ষেপ থেকে বেরিয়ে আসতে চাইবে। তবে আমাদের সুপারিশ হলো, এখনও যেকোনো দেশে সতর্কতাটি সর্বোচ্চ স্তরে হওয়া উচিত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর