• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনাভাইরাস প্রতিরোধে দেওয়ানগঞ্জে পুলিশের জনসচেনতামূলক পথসভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারাদেশে বাংলাদেশ পুলিশের জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পথসভা, র‌্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

২১ মার্চ সকালে র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সাকোয়াত মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জনসচেতনতামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান।

পরে বাজারে ব্যবসায়ী ও পথচারী জনসাধারণের মাঝে মাস্ক ও বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার ১১টি বিট পুলিশিং বিটে জনসচেতনতামূলক পথসভা, র‌্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ১১টি বিট পুলিশিং এ পুলিশের ফোর্স ও বিভিন্ন পেশাজীবী লোকজন অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর