• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

করোনায় নেতাকর্মীদের পাশে দাড়ালেন আবুল কালাম আজাদ মেডিসিন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ মে ২০২০  

করোনা ভাইরাস দূর্যোগ ও আসন্ন ঈ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কর্মহীন মানুষের পাশাপাশি দলীয় ত্যাগী নেতাকর্মীদের পাশেও দাড়িঁয়েছেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিন। 

 

গতকাল রোববার বিকালে আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিনের উদ্যোগে উপজেলার বাট্টাজোড় ও ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ মেডিসিনের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম।

 

এ সময় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেজবাহ উল হক জুলফিকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবীর মোরাদ,সদস্য ইয়াছিন তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আগা সাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মাষ্টার,সহ-সভাপতি সাবেক শ্রমিক নেতা হানিফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক লাভলু মন্ডল,ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া মুকুল ,সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আবুল খায়ের আজাদ, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান নিলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সম্পাদক আলমগীর হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মুক্তারুজ্জামান,আনোয়ার হোসেন,উপজেলা যুবলীগ নেতা খন্দকার শামীম আহম্মেদ,ধানুয়া কামালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান, ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী,ধানুয়া কামালপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুমনোয়ারা কেয়া ও সাধারণ সম্পাদক মিনারা বেগম রিতা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

আজ সোমবার মেরুরচর,নিলক্ষিয়া,সাধুরপাড়া, বগারচর ও সদর ইউনিয়নে আওয়ামীলীগের ত্যগী নেতাকর্মীদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হবে। এরপর পৌর শহরের প্রত্যাক ওয়ার্ডে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল-চিনি ও সেমাই বিতরণ করা হয়। 

 

উল্লেখ্য, প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষের পাশে দাড়ান আবুল কালাম আজাদ মেডিসিন ও তার ছোট বোন শাহীনা বেগম। করোনা দূর্যোগেও কর্মহীন অসহায়দের পাশে দাড়িয়েছেন তারা। তাদের দেয়া ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত আছে।

 

বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারিতে রুপ নিয়েছে। করোনার আঘাতে লন্ডভন্ড সারাবিশ্ব। বাংলাদেশেও করোনা ভাইরাসের দারুণ প্রভাব পড়েছে। দূর্যোগকালীন এই সময়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে সরকার পর্যাপÍ ত্রাণ সামগ্রী বরাদ্ধ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন। বকশীগঞ্জেও ত্রাণ সামগ্রী বিতরন করা হচ্ছে। করোনা একটি প্রাণঘাতী ভাইরাস। আল্লাহর রহমতে একমাত্র সচেতনতা,পরিস্কার পরিচ্ছন্নতা ও ঘরের ভিতরে থাকলেই এই দূর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সকলকে নিজ নিজ বাড়িতে থাকার আহবান জানিয়ে তিনি বলেন,আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভয়ের কিছু নেই। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সেই সাথে আমরাও আপনাদের পাশে আছি। সাবান দিয়ে বারবার হাত ধুবেন। সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থান করুন। নিজে সুরক্ষিত থাকুন,পরিবার-পরিজনসহ দেশের মানুষকে নিরাপদে রাখুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুক।

 

জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিন বলেন,করোনা ভাইরাস প্রাকৃতিক দূর্যোগ। চীন থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস এখন সারাবিশে^র আতঙ্ক। মরনঘাতী করোনার আঘাতে বিশ্বে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। বাংলাদেশেও করোনার ছোবল পড়েছে। মরনঘাতী এই ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আতঙ্কিত না হয়ে নিজে সচেতন থাকুন,নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। বারবার সাবান দিয়ে হাত ধুবেন,ঘরেই থাকবেন এবং আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করবেন। সাবধানতা অবলম্বন করলেই পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আতঙ্কিত বা ভয়ের কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। সেই সাথে সরকারের পাশাপাশি সাধ্যনুযায়ী আমরা আপনাদের পাশে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর