• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

কর্মী হিসেবে পাশে থাকব, বললেন যুবলীগ চেয়ারম্যান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আমি অর্পিত দায়িত্ব পালন করব। যুবলীগের চেয়ারম্যান হিসেবে নয় কর্মী হিসেবে আপনাদের পাশে থাকব।
 
শনিবার সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে তার নাম ঘোষণা করেন। যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল।

এরপর শুভেচ্ছা বক্তব্য দেন পরশ। লিখিত বক্তব্যে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

পরশ বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন আওয়ামী লীগ শহীদের রক্ত দ্বারা তৈরি একটি অনুভূতির নাম। আমার বাবা একজন শহীদ। আমি তার কাছ থেকে সবকিছু শিখেছি।  

তিনি তার ভাই শেখ ফজলে নূর তাপসের কথাও এ সময় উল্লেখ করেন। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিন তার বাবা-মাও প্রাণ হারান। তিনি তাদের কথা স্মরণ করেন। 

পরশ বলেন, আমি অর্পিত দায়িত্ব পালন করব। যুবলীগের চেয়ারম্যান হিসেবে নয় কর্মী হিসেবে আপনাদের পাশে থাকব।

গত ১০ বছর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকেও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরশ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর