• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

কাউনিয়ারচরের বাঁশের সাঁকো মরণ ফাঁদে পরিনত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর টু নয়াচর রাস্তার কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় বাঁশের সাঁকো এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় পানির তীব্রতায় কাউনিয়ারচর টু নয়াচর রাস্তার কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় রাস্তা ভেঙ্গে যানবাহন সহ জনসাধারণের চলাচল ব্যাহত হয়। যানবাহন সহ জনসাধারণের চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার তথা ডাংধরা বা জামালপুরের কোন জনপ্রতিনিধির সু-নজরে আসেনি। তাই যানবাহন ও জনসাধারণের চলাচল করণের লক্ষে, স্থানীয় ভ্যানচালক সহ জনগন পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওরফে কারেন্ট আনোয়ারের আর্থিক সহযোগিতায় বাঁশের সাঁকো তৈরি করেন। এই বাঁশের সাঁকো দিয়েই বেশ কিছু দিন যাবৎ যানবাহন সহ জনসাধারণের চলাচলের একমাত্র ভরসা ছিলো। কিন্তু বর্তমানে চতুর্থ দফা বন্যায় সেই বাঁশের সাঁকো মরণ ফাঁদে পরিনত হয়েছে। এই মরণ ফাঁদ থেকে রক্ষা পেতে চায় এলাকাবাসী। 

 

ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ এর সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানান- এ ব্যাপারে আমি অবগত নই, এখন যেহেতু জানলাম দুয়েক দিনের মধ্যেই আমি বা আমার প্রতিনিধি দ্বারা পরিদর্শন করবো। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 

মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানান- জায়গাটা ডাংধরা ইউনিয়নের হলেও, এলাকার যানবাহন সহ জনসাধারণে চলাচলের সুবিধার্থে মানবিক কারণে আমি সাঁকোটি তৈরি করেছিলাম। ইদানীং সেটা নষ্ট  হওয়ায় যানবাহন সহ জনসাধারণের চলাচল কষ্টকর হয়েছে। আমি নিজ উদ্যোগে আবারও মজবুত করে তৈরী করার পদক্ষেপ নিয়েছি, ইনশাআল্লাহ কাজ শুরু করা হয়েছে, আজকালের মধ্যে সাঁকোটির নির্মাণ কাজ শেষ হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর