• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’ র ৯০ তম জন্মদিন ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলা দশটায় কাজিপুর উপজেলা প্রশাসন ছয়জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন। সেখানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।

 বিকেলে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট গান্ধাইল ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে সংগঠনের সভাপতি জুয়েল শেখ এবং সম্পাদক হারুর অর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

সন্ধ্যায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার আয়োজনে মাইজবাড়ি ইউনিয়ন শাখার কার্যালয়ে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক আবদুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম পলাশী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুকুল। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইজবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, যুবলীগ সহসভাপতি সোহেল রানা মিঠু, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও গান্ধাইল ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল শেখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গমাতার ত্যাগের কথা উল্লেখ করে তার জীবনের নানা দিক তুলে ধরেন। সেইসাথে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের পথচলার তৃতীয় বছরে পর্দাপণে কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।  বিশেষ অতিথি তার বক্তব্যে কাজিপুরের সংস্কৃতির বিকাশে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটকে ভূমিকা রাখার জন্যে আহবান জানান। সকল বক্তাগণই কাজিপুরে এই প্লাটফর্ম তৈরি করে দেবার জন্যে সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহা আলমকে আন্তরিক ধন্যবাদ জানান।  

পরে বঙ্গমাতার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শেষে সাংস্কৃতিক জলসায় সঙ্গীত পরিবেশন করেন  প্রভাষক আবদুল জলিল, কণ্ঠ শিল্পী ফজলে আনোয়ার মিন্টু, মাইজবাড়ি ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম,  যুগ্ন সাধারন সম্পাদক আসাদুল ইসলাম, শাহা আলী। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, আতিকুর রহমান, লিটন দাশ প্রমূখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর