• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে বিনামূল্যে ঔষধ ও খাবার বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুরে দি ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে ইভিএম সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং গ্রামীণ মহিলাদের বিনামূল্যে ঔষধ ও খাবার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আসন্ন উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী তানভির শাকিল জয়। তিনি বলেন, ‘নির্বাচিত হলে জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দেব। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো। এই মহতি উদ্যোগ নেবার জন্যে দি ফ্রেন্ডস এসোসিয়েশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা  চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেল্লাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার, সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার। সংগঠনের সভাপতি কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পদক মোতালেব হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

এসময় ১ হাজার গ্রামীণ মহিলার মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ৫ প্রকার ঔষধ ও ৫ প্রকার শুকনো খাবার বিতরণ করা হয়। পরে তাদের আসন্ন নির্বাচনে ইভিএম সম্পর্কে ধারণা দেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর