• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে সামাজিক মাধ্যমে গুজবঃ প্রতিবাদে সম্মেলন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ জুন ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শ্যামপুর গ্রামের এক গ্রাম্য মাতব্বরকে নিয়ে সামাজিক মাধ্যমে মানহানিকর পোস্ট দেয়ার প্রতিবাদ করেছেন তার স্বজনরা। শুক্রবার (৫ জুন) বিকাল সাড়ে পাঁচটায় মানহানিকর তথ্য প্রচারের শিকার উপজেলা চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামের ইয়াকুব আলীর বড় ছেলে বৈশাখী টিভিতে কর্মরত কামাল পাশা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখিত বক্তব্য দিয়েছেন। উপজেলার স্থাণীয় একটি বিদ্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘ তার পিতা গ্রামের বিচার শালিশ করেন। এতে করে যারা বিচারে দোষী সাব্যস্থ হন তারা নানা কারণে তার উপর অসন্তুষ্ট থাকেন। কিছুদিন পূর্বেই এমন একটি বিচারের রায়ে একটি মহল ইয়াকুব আলীর উপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে কামাল বলেন, সমাজে আমার পিতাকে হেয় প্রতিপন্ন করতে কতিপয় ফেসবুক পেজে তাকে নিয়ে কুরূচিপূর্ণ পোস্ট দেয়া হয়েছে।  

 

 এসময় তিনি জানান, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দিয়ে এই ঘটনার তদন্ত করান। আর তদন্তে এসবকিছু মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে বলে দাবী করে কামাল জানান, ৭০ বছরের বৃদ্ধ তার পিতা হৃদরোগ ও ফুসফুসে আক্রান্ত একজন রোগী। বেশিরভাগ সময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকেন। অথচ তাকে জড়িয়ে মানহানিকর পোস্ট সত্যিই দুঃখজনক। মূলত সন্তান হিসাবে আমরা সমাজে বিশেষ মর্যাদা লাভ করায় মহল বিশেষের নিকট তিনি ঈর্ষার  পাত্র হয়েছেন। কুচক্রীমহল আমার পিতাকে সমাজে হেয় করার লক্ষ্যে এসব মিথ্যাচার করে বেড়াচ্ছে। সব মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এরকম পোস্ট কেউ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর