• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে মেসার্স সমবায় ট্যাংকলরি ফিলিং স্টেশন বন্ধঃ অর্থদণ্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১  

অবশেষে বন্ধ হলো সিরাজগঞ্জের কাজিপুরে অনুমোদনহীন সেই তেলের পাম্পটি। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘাই নতুন বাজারে মেসার্স সমবায় ট্যাংকলরি ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য ওই পাম্পটি বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত । এসময় তাদের অর্থদন্ড করেন। অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন রাজশাহীর বিস্ফোরক পরিদর্শক আসাদুল ইসলাম। 

উল্লেখ্য, অনুমোদনহীন ওই পাম্পটি বন্ধ করতে গত ২৮ জুলাই সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কাজীপুরের ইউএনও বরাবর একটি পত্র প্রেরণ করেন মেসার্স মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর বগুড়া কার্যালয়। এর আগে সরকারি ভাবে নতুন স্থাপিত পেট্রোল পাম্পের অনুমোদন বন্ধ থাকা সত্ত্বেও ওই প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ১৪ মার্চে পাম্প পরিচালনার জন্য আবেদন করেই কার্যক্রম চালিয়ে আসছিলেন। গত ১৪ জুলাই সরেজমিন পরিদর্শন করে পাম্প পরিচালনা করার সত্যতা পান তদন্তকারী দল। তখনই তারা পাম্পটি বন্ধের জন্য নির্দেশনা দেন। কিন্তু তারপরেও অবৈধ এই তেলের পাম্প পরিচালনা করে আসছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর