• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কারিগরী ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে: হুইপ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। 

 

শুধু সাটিফিকেট অর্জনে শিক্ষিত না হয়ে সু-শিক্ষায় শিক্ষিত করতে সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। 

 

তিনি সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরী ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সামাজিক সচেতনাতা সৃষ্টির মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবনতা প্রতিরোধ করতে হবে।

 

তিনি মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার ফলিয়া পুলবন্দী দাখিল মাদ্রাস পরিদর্শন ও নিজস্ব অর্থ্যায়নে শ্রেনী কক্ষ সম্প্রসারন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী, ফলিয়া পুলবন্দী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মান্নান, সুপার মো: আব্দুল লতিফ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফী ঝন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর