• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কালোবাজারমুক্ত টিকিট বিক্রি দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের বেশির ভাগ টিকিট ছিল কালোবাজারিদের দখলে। নির্ধারিত মূল্যের কয়েক গুণ বেশি টাকা গুণলেই টিকিটের নাগাল পাওয়া যেত।স্টেশন কাউন্টারেও একটি আসনের বিপরীতে কয়েকটা টিকিট কিনতে হতো।

 

আজ বৃহস্পতিবার দুপুরে রেলস্টেশনে গেলে পরিস্থিতি পুরোটাই ভিন্ন লক্ষ্য করা যায়।  লোকজন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকেই  একটি টিকিট কিনে একটি সিটের নাগাল পেয়েছে। টিকিট কিনে হাসিমুখে যাত্রীগণ কাউন্টার ত্যাগ করে। টিকিট প্রাপ্তির পর  বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বললে তাদের একজন জানান, আজ আমরা যেভাবে টিকিট পেলাম এর ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। কিছুদিন পরেই যেন আবার আগের চিত্র ফিরে না আসে সেটাই আমাদের কাম্য।

 

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মোঃ শাহনেওয়াজ শাহানশাহের ছোট ভাই ডি.এস.এম. মিল্লাত এ সময় রেলস্টেশনে উপস্থিত ছিলেন। তিনি জানান মেয়রের আদেশক্রমেই আমি এখানে উপস্থিত হয়েছি। যাতে কোনো টিকিট কালোবাজারিতে না যায়। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

 

উল্লেখ্য যে গত ২১ ডিসেম্বর ২০১৯ দুপুরে রেলস্টেশন থেকে ট্রেনের টিকিটসহ দু'জন কালোবাজারিকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪। এর পর থেকেই বিষয়টা সকলের নজরে আসে। টিকিট যাতে কালোবাজারিদের হাতে না যায় সে  পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর