• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কায়িক পরিশ্রম মানুষকে ডায়াবেটিস থেকে রক্ষা করে : মির্জা আজম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ডায়াবেটিস মারাত্মক ব্যাধি হলেও কায়িক পরিশ্রম এই রোগ থেকে মানুষকে রক্ষা করে। ডাক্তারদের পরামর্শে চললে স্বাভাবিক সুস্থ মানুষের চাইতেও ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির আয়ুষ্কাল বেশি হতে পারে।

তিনি ১৪ নভেম্বর সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই’- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত রোড-শো উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম এমপি আরো বলেন, নার্সরাই উদ্যোগী হলে তারা ডায়াবেটিস সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন। রোগীকে তারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার সকল কৌশল শিখিয়ে দিতে পারেন, তাহলে ডায়াবেটিস সেবায় ব্যাপক উন্নয়ন ঘটতে পারে।

রোড-শো ছাড়াও ডায়াবেটিক হাসপাতালে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জামালপুর ডায়াবেটিস সমিতির সভাপতি মির্জা আজম এমপি ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর