• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র বেসিক কম্পিউটার প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীন ৭০দিন মেয়াদি ৩য় ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান।

অন্যদের মধ্যে ফুলবাড়ীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরহাদ আলম চৌধুরী, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক মোঃ আব্দুস সোবহান সরকার ও মোঃ মমিনুল ইসলাম। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিক কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা এবং প্যারেড পরিচালনা করেন রাজারহাটের প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান। 

কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা হতে ৩০ জন পুরুষ সদস্য উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর