• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কৃষকের ধান ক্রয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে ধান চাষে বাম্পার ফলন হয়েছে। এবারে ধান ক্রয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। লটারির মাধ্যমে প্রকৃত কৃষক বাছাই করে মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্রয়কাজ সম্পন্ন করা হবে।

 

বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের হাওরে প্রায় ৭৫ ভাগ ধান কাটা শেষ। আগামী কয়েকদিনের মধ্যেই পুরোপুরি কাটা শেষ হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর মিসবাহ এমপি, শামীমা শাহরিয়ার এমপি, ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ, এসপি মো. মিজানুর রহমান, ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

 

এর আগে দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধান কাটা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর