• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

কৃষির উন্নয়নে প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, কৃষির উন্নয়নে প্রতি ইঞ্চি ভূমি আবাদ করতে হবে। কৃষকদের ভাগ্যন্নোয়নে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ লক্ষ্য পূরণে নিরন্তর কাজ করছে। 
শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ি মতিয়ার রহমান রেল স্টেশনের পাশে বিস্তীর্ণ অনাবাদী জমিতে প্রধানমন্ত্রী ঘোষিত ‘এক ইঞ্চি জায়াগাও অনাবাদী থাকবে না’ কর্মসূচির আওতায় আবাদকৃত ভূমিতে উৎপাদিত শাক-সবজি বিতরনকালে তিনি এ কথা বলেন। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি এবং কৃষক আমাদের অন্যতম প্রাণ প্রবাহ। ২০ কোটি মানুষের এ দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি খাতের অবদান অনস্বীকার্য। পাশাপাশি প্রোটিন এবং আমিষ জাত খাবারের চাহিদা পূরণেও এ সেক্টর বিরাট অবদান রাখছে। 

এ সময় প্রতিমন্ত্রী কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে অনলাইন কৃষি প্ল্যাটফর্ম তৈরির উপর গুরুত্বারোপ করেন। 

‘তারা অপরাধীদের শাস্তি চান না, তারা চান সরকারের পরিবর্তন’। বিএনপি-জামায়াত ঘরোনার বুদ্ধিজীবীদের মধ্যবর্তী নির্বাচনের দাবির প্রেক্ষিতে এমনটাই বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ একদিনে ঘনীভূত হয়নি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগকে সমর্থন করার অপরাধে শত শত নারী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতদের কান্নায় ওই সময় বাতাস ভারী হলেও তারা কেউ বিচার পায়নি।

সদ্য পাশ হওয়া মৃত্যুদণ্ডের আইনের ফলে ধর্ষণ-নির্যাতনের প্রতিকার সম্ভব হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান, ইউএনও শিহাবউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর