• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

কোটি মানুষকে সেবা দিয়েছে দেশের `স্বাস্থ্য বাতায়ন`

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

বৈশ্বিক মহামারি করোনার মধ্যে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সারাদেশের এক কোটিরও বেশি মানুষকে সেবা দিয়েছে দেশের 'স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩'। তাদের মধ্যে ৮৬ লাখ ৪৮ হাজার ৮১৮ জনই করোনা বিষয়ে ফোন করেছেন। এ সময় দেশের প্রতি ১৬ জনের একজন এই টেলিহেলথ সেবা নিয়েছেন।

 

বাংলাদেশের প্রথম ও বৃহত্তম টেলিহেলথ সেন্টার এই স্বাস্থ্য বাতায়ন, যা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের উদ্যোগে এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'সিনেসিস আইটির' তত্ত্বাবধায়নে পরিচালিত হয়। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত এ সেবা নিয়েছেন এক কোটি ৫২ লাখ মানুষ।

 

সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদ জানান, করোনার সময়ে 'স্বাস্থ্য বাতায়ন' কল সেন্টারের মাধ্যমে বহুমাত্রিক সেবা দেওয়া হচ্ছে। মোট দুইশ চিকিৎসক প্রতিদিন প্রায় তিন লাখ মানুষকে এই সেবা দেওয়ার সক্ষমতা রাখেন। এ মাধ্যমে ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ সেবার পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স, তথ্য ও চিকিৎসাসেবা সম্পর্কে অভিযোগ গ্রহণসহ নানা সেবা দেওয়া হচ্ছে। এতে বিশেষজ্ঞ সেবার জন্য বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞ কল সেন্টারে ফোন ট্রান্সফার করার ব্যবস্থা রয়েছে।

 

এ সেবার আওতায় '১৬২৬৩' নম্বরে কল করার মাধ্যমে ২৪ ঘণ্টাব্যাপী চিকিৎসকের পরামর্শসহ অন্য স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর