• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কোন প্রকার শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ট্রাম্প

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি হত্যাকে ঘিরে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। এতে পাল্টা হামলা না করে কৌশলী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।-খবর বিবিসির

 

বিবিসির খবর বলা হয়, জাতিসংঘে থাকা মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে না পড়া এবং উত্তেজনা বৃদ্ধি রোধে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

 

চিঠিতে দাবি করা হয়, নিজেদের রক্ষা করতে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এছাড়া ওই হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের রক্ষার্থে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষ্যতে নিজেদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। 

 

এদিকে, জাতিসংঘে কর্মরত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচির মাধ্যমে মার্কিন দুটি ঘাঁটিতে হামলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঠিঠি দিয়েছে ইরান। জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে হামলার যুক্তি তুলে ধরেছে দেশটি।

 

চিঠিতে দেশটি জানায়, কোনো রাষ্ট্র নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নিলে সেটি দ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানাতে হয়। জাতিসংঘ সনদের ৫১ ধারাটি ভেঙেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়টি ছিল আত্মরক্ষার চেষ্টা। 

 

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, কাসেম সোলাইমানি হত্যার জবাব দেয়া হয়েছে। ইরান আর যুদ্ধ চায় না। কিন্তু যুক্তরাষ্ট্র হামলা করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। এখন হামলার জবাব হবে ভয়ংকর। এমনকি সরাসরি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা করা হবে। 

 

ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানিকে ড্রোনের সাহায্যে রকেট হামলা চালিয়ে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ হত্যাকাণ্ডটি হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে। এর জবাবে ইরাকে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের দাবি, ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে। তবে ওই হামলায় ঘাঁটির ক্ষয়ক্ষতি ছাড়া কেউ নিহত হয়নি বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর