• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ক্ষতবিক্ষত বাঁশখালীর গ্রামীণ সড়কগুলো, জনজীবন হুমকীর মুখে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

ক্যাপশনঃ শেখেরখীল-চাম্বল বাংলাবাজার সড়কের ক্ষতবিক্ষত অবস্থা।

ক্যাপশনঃ শেখেরখীল-চাম্বল বাংলাবাজার সড়কের ক্ষতবিক্ষত অবস্থা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গ্রামীণ সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়ায় সাধারণ জনগণকে কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রামেগঞ্জে অভ্যন্তরীণ সড়কপথ দিয়ে চলাচলকারী স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্ষা এলেই সড়কগুলোতে হাঁটুপানি জমে থাকে। একদিকে বর্ষার প্রবল বর্ষণ অন্যদিকে পাহাড়ী ঢল ও জোয়ার-ভাটার কারণে অভ্যন্তরীণ সড়কগুলো চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে শুষ্ক মৌসুমে গ্রামীণ সড়কগুলো সংস্কার দাবি করছেন সাধারণ জনগণ। স্থানীয় জনগণ বার বার বিভিন্ন মাধ্যমে সড়ক সংসস্কারের দাবী জানালেও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে কেউ সড়ক সংস্কার কাজে এগিয়ে আসেনি আজবধি।

 

গ্রামীণ সড়কগুলোর মধ্যে ছনুয়া-পুঁইছড়ি সড়ক, ছনুয়া-শেখেরখীল সড়ক, শেখেরখীল-চাম্বল বাংলাবাজার সড়ক, মনছুরিয়া বাজার-বঙ্গবন্ধু স্কুল সড়ক, দারোগা বাজার-জালিয়াখালী সড়ক, আস্করিয়া-মিনজিরীতলা সড়ক, আস্করিয়া আবাসিক পল্লী সড়ক, সাধনপুর-প্রেমাশিয়া সড়ক, বাহারছড়া-রত্নপুর সড়ক, রমজান আলী চৌধুরী বাড়ী সড়ক, গন্ডামারা-বড়ঘোনা সড়ক, গন্ডামারা বাজার সড়ক, পশ্চিম বড়ঘোনা ফজলুর রহমান চৌধুরী সড়ক, কাহারঘোনা বড়ুয়া পাড়া অভ্যন্তরীণ সড়ক, কাহারঘোনা বড়ুয়ার টেক থেকে জালিয়াখালী বাজার সড়ক, জলদী মহাজন পাড়া সড়ক, দারোগা বাজার ভিলেজার পাড়া, জলদী ফরেস্ট অফিস সড়ক এছাড়াও বাঁশখালী পৌরসভার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।

 

গত রবিবার সরেজমিনে দেখা যায়, সড়কগুলোর পুরনো কার্পেট উঠে গিয়ে বড় বড় খানাখন্দে রুপ নেয়। অনেক সময় জিএনজি-অটোরিক্সার মতো যানবাহন গুলো উল্টে গিয়ে বড় ধরণের দূর্ঘটনার মতো ঘটনা ঘটে। সড়কের উভয় পাশের ক্ষতবিক্ষত অবস্থা মান্ধাতার আমলের সড়ককেও হার মানাবে। স্বাভাবিক চলাচলও মারাত্মক হুমকীর মধ্যে। এহেন অবস্থায় প্রধান সড়কের সাথে পশ্চিম উপকূলীয় মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়েছে দূর্বিসহ। বর্ষা মৌসুম আসার আগেই সংশ্লীষ্ট কতৃপক্ষের নিকট সড়ক সংস্কারের দাবী জানান স্থানীয় জনসাধারণ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর