• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গণপরিবহন চালুর বিষয়ে নতুন ঘোষণা আসছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে ঘোষণা করা সাধারণ ছুটি আর বাড়ছে না। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে সরকারি-আধা সরকারি অফিস আদালতও। নতুন ঘোষণা আসছে গণপরিবহন চলাচলের বিষয়েও।

 

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ৩১ শে মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। তবে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। চলবে না গণপরিবহন, রেল ও যাত্রীবাহী নৌযান। 

 

‘তবে বেসরকারি বিমানগুলো নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচল শুরু করতে পারবে।’

 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েক দফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০শে মে’র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর