• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১০৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি বৃহস্পতিবার শুরু হয়। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। 

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গানাসাস এর সভাপতি জেলা প্রশাসক মো. আবদুল মতিন, কার্যকরি সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

 

উদ্বোধনী দিনে সন্ধ্যায় সংস্থার সাখাওয়াত হোসেন খান মুক্ত মঞ্চে গানাসাস শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর শুক্রবার শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা ও অন্তরঙ্গ থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘১৯৭১’। ১৫ ডিসেম্বর রোববার সংস্থার তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চন্ডালিকা’। ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

 

১৭ ডিসেম্বর মঙ্গলবার গানাসাস শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘প্রাগৈতিহাসিক’। ১৮ ডিসেম্বর বুধবার সমাপনি দিনে সন্ধ্যায় তুলসী লাহিড়ী মঞ্চে সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ ‘প্রাগৈতিহাসিক’ নাটকটি পুনঃ মঞ্চস্থ হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর