• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষাজীবন ও আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ ও দুর্যোগকালিন শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ ১১ ডিসেম্বর বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং সংলাপের উদ্বোধন করেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর শিক্ষা কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় (ভারপ্রাপ্ত) উপ- পরিচালক খন্দকার মো. ইকবাল হোসেন, ইউনিসেফের রংপুর বিভাগীয় কর্মকর্তা জেসমিন হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী, ইউনিসেফ কর্মকর্তা সিফাতি ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, অভিভাবক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিনিধি।

 

উলে¬খ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২ হাজার ১শ’ জন শিক্ষার্থীকে খাতা, কলম, ইরেজার, রঙ্গীন পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত উলে¬খিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর