• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গাইবান্ধায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ও ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে "চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) ফেইজ-২" প্রকল্পের আওতায় শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা এবং শিশুশ্রম বন্ধে সকল সুবিধাবঞ্চিত শিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে মাসিক সমাজভিত্তিক শিশু সুরক্ষা (সিবিসিপিসি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (নারী) মোছা. শিরিনা বেগমকে সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির নিয়মিত (সিবিসিপিসি) সভার আলোচনা শুরু হয় ।

কমিটির সকল সদস্যদের পরবর্তী সময়ে কেস ম্যানেজমেন্টভুক্ত শিশুদের নিয়ে দায়িত্ব, কর্তব্য এবং শিশু সহায়তায় ১০৯৮ (টোল ফ্রি) সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করেন কমিটির অন্যতম সদস্য মো. এবিএম শফিউল আনোয়ার শোভন। 

পরবর্তীতে শিশু সুরক্ষা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এলাকাভিত্তিক সুবিধাবঞ্চিত শিশুদের তথ্য শিশু বিষয়ক সমাজকর্মীকে প্রেরণ, শিশু  আইন-২০১৩, বাল্যবিবাহ বন্ধকরণ, শিশুশ্রম বন্ধ ও বন্যাকবলিত এলাকায় শিশুদের নিরাপত্তা ও ফলোআপসহ সিএসপিবি প্রকল্পের আওতায় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সিবিসিপিসি প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক সমাজকর্মী মো. ফরহাদ আলম।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর