• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে জাতির পিতার সমাধিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৬৭ বাড়ি ফিরে গেছে ৩ জন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

গাইবান্ধায় ৮ এপ্রিল বুধবার নতুন করে করোনা ভাইরাস সন্দেহে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৬৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের করোনা ভাইরাস সংক্রমনের কোন প্রমাণ না পাওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। 

 

অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও নতুন ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তদুপরি এ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫ জনের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৩ জন এবং সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুরের হবিবুল্যাহপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে ২ জনকে রাখা হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে। 

 

এদিকে জেলা জুড়ে বিকাল ৫ টার পর সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন সহ থানা পুলিশের সদস্যরাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। 

 

জেলা প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে জেলা জুড়ে কঠোর অবস্থান গ্রহন করা হয়েছে। ছবিটি আজ বিকালে পলাশবাড়ীতে থানা পুলিশের পক্ষ হতে প্রতিদিনের মহড়ায় একটি দৃশ্য।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর