• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবি দিবস সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তাদের ইতিহাস তুলে ধরতে হবে। তারা যেন শহীদদের সম্পর্কে জানতে পারে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মুক্তিযোদ্ধারা যুদ্ধের নানা স্মৃতি তুলে ধরতে পারেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদা, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল বারেক, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর মহিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলী আহাদ. কারিতাসের প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। বক্তারা আগামিতে শহীদ বুদ্ধিজীবি দিবস আরো বড় পরিসরে নানা কর্মসূচীর গ্রহণের মধ্যে পালিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে সকল বিভাগের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর